NID দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক | sim registration check

Category: NID Check By: Md Iqbal Hossen

sim registration check করার উপায় এই পোস্টে উল্লেখ করা হবে। তাই যারা জিপি, রবি, বাংলালিংক ও এয়ারটেল সিম রেজিস্ট্রেশন চেক করতে চাচ্ছেন তারা এই পোস্ট শেষ অব্দি পড়ুন।

Table of Contents

68f0e39901448 

আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তা দেখা জরুরী। তথ্য প্রযুক্তির এই যুগে, যেকোনো sim registration check করতে পারবেন মাত্র ২ মিনিটে। 

তাই আসুন, কিভাবে সিম রেজিস্ট্রেশন চেক করতে হয় তা জেনে নেই আজকের পোস্ট থেকে। 

sim registration check code

Sim Registration Check করার জন্য ফোনের ডায়াল প্যাড দিয়ে *16001# লিখে ডায়াল করুন। তারপর আপনার ভোটার এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট/ সংখ্যা লিখুন। ফিরতি মেসেজে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা দেখতে পারবেন। নিচে আরো সহজ ভাবে উল্লেখ করা হলো:

sim registration check code

অতঃপর কিছুক্ষণ অপেক্ষা করুন। ফিরতি একটি এসএমএস আসবে। সেই এসএমএসে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তা নাম্বার সহ দেখতে পারবেন। 

এভাবেই উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে sim registration check করতে পারবেন খুব সহজেই। 

Gp sim registration check

জিপি সিম রেজিস্ট্রেশন চেক করতে প্রথমে আপনাকে মাই জিপি অ্যাপে যেতে হবে। তারপরে Services অপশন থেকে SIMs You Own অপশনে ক্লিক করুন। 

এবার আপনার NID কার্ডের শেষের ৪ ডিজিট লিখুন। তারপরে Continue বাটনে ক্লিক করুন এবং আপনার ভোটার আইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তা দেখুন। 

sim registration check

এভাবেই খুব সহজে মাই জিপি অ্যাপ ব্যবহার করে জিপি সিম রেজিস্ট্রেশন চেক করতে পারবেন খুব সহজে। 

Robi sim registration check

Robi sim registration check সরাসরি আপনাকে রবি অ্যাপ ওপেন করতে হবে। এবার More অপশন থেকে Your SIMs অপশনে ক্লিক করুন। 

sim registration check

এখন আপনার NID কার্ডের শেষের ৪ ডিজিট লিখুন। এরপরে View List বাটনে ক্লিক করুন এবং দেখুন এনআইডি দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন হয়েছে। 

Banglalink sim registration check করার জন্য সরাসরি মোবাইলের ডায়াল অপশনে যাবেন। তারপরে *16001# এই কোডটি ডায়াল করবেন। 

এবার আপনার ভোটার আইডি কার্ডের শেষের ৪ সংখ্যা লিখে send বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা তা জানতে পারবেন। 

Airtel sim registration check online 

এয়ারটেল সিম রেজিস্ট্রেশন চেক করতে মাই এয়ারটেল অ্যাপ ওপেন করুন। তারপরে More অপশন থেকে Your SIMs অপশনে ক্লিক করতে হবে। 

এবার আপনার ভোটার আইডি কার্ডের শেষের ৪ ডিজিট লিখুন। এরপরে View List বাটনে ক্লিক করুন এবং দেখুন এনআইডি দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন হয়েছে।

সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন বাংলাদেশ

বর্তমানে অনলাইনে সিম রেজিস্ট্রেশন চেক করতে পারবেন খুব সহজেই। অনলাইনে সিম রেজিস্ট্রেশন চেক করতে মাই জিপি অ্যাপ ওপেন করুন। 

তারপরে তারপরে Services অপশন থেকে SIMs You Own অপশনে ক্লিক করুন। এরপরে এবার আপনার NID কার্ডের শেষের ৪ ডিজিট লিখুন। তারপরে Continue বাটনে ক্লিক করুন। 

আপনি যখন Continue বাটনে ক্লিক করবেন তখন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে তা সহজে দেখতে পারবেন। 

সিম রেজিস্ট্রেশন কার নামে জানার উপায়

সিম রেজিস্ট্রেশন কার নামে তা জানা এখন খুবই সহজ। এজন্য আপনার ফোনের ডায়াল অপশন ওপেন করুন। তারপর *16001# এই কোডটি ডায়াল করুন। 

এবার আপনার এনআইডি কার্ডের শেষের সংখ্যা লিখে সেন্ড বাটনে ক্লিক করুন। অতঃপর ফিরতি একটি এসএমএস আসবে। আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা তা দেখতে পারবেন। 

শেষ কথা 

Sim registration check করার উপায় আজকের পোস্টে উল্লেখ করেছি। আশা করি, যারা সিম রেজিস্ট্রেশন চেক করতে চাচ্ছেন তাদের জন্য এই পোস্ট একটু হলেও কাজে আসবে। 

এছাড়া আপনার সিম রেজিস্ট্রেশন চেক করতে কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের টিম আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবে। 

Comments (0)

No comments yet.

Our Main Categories

➙ NID Check