NID Card Check বাংলাদেশ smart card status ও ভোটার আইডি কার্ড চেক করুন সহজেই
কোন ব্যক্তির NID Card Check করার মাধ্যমে তার সঠিক পরিচয় যাচাই করা সম্ভব। কেননা ভোটার আইডি কার্ড চেক করার মাধ্যমে একজন নাগরিকের পরিচয় আসল না নকল তা জানা যায়। এখন ভোটার আইডি নাম্বার ও জন্ম তারিখ দিয়ে smart card status বা ভোটার আইডি কার্ডের স্ট্যাটাস দেখা যাবে।
Table of Contents
NID Card একজন নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা NID Card একজন নাগরিকের পরিচয় বহন করে। তথ্যপ্রযুক্তির এই যুগে, nid card online check একদমই সহজ। এখন হাতে থাকা স্মার্টফোন দিয়ে ভোটার আইডি কার্ডের স্ট্যাটাস চেক করা যাচ্ছে।
এই পোস্টে Smart card status check, বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড যাচাই এবং নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করব।
তবে ভোটার আইডি কার্ডের স্ট্যাটাস চেক করতে বেশ কিছু তথ্যের প্রয়োজন হবে। এগুলো হচ্ছেঃ
ভোটার আইডি কার্ডের নাম্বার বা ফরম নাম্বার অথবা স্লিপ নাম্বার।
জন্ম তারিখ (বছর-মাস-তারিখ)।
মোবাইল নাম্বার ।
উপরোক্ত এই তিনটি জিনিস হলেই সহজেই আপনি ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ডের স্ট্যাটাস যাচাই করতে পারবেন।
nid card check বাংলাদেশ
বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (NID) কার্ডের তথ্য যাচাই, স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক বা ডেলিভারি স্ট্যাটাস দেখার জন্য আপনি অনলাইনে বা অফলাইনে প্রক্রিয়া অনুসরণ করতে পারেন। এটি বাংলাদেশ নির্বাচন কমিশন (EC) এর অফিসিয়াল পোর্টালের মাধ্যমে করা হয়।
সর্বপ্রথম নির্বাচন কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। তারপরে আপনার NID নম্বর বা ফর্ম নম্বর অথবা স্লিপ নম্বর লিখুন।
এবার জন্ম তারিখ লিখুন এবং CAPTCHA কোড পূরণ করে Submit বাটনে ক্লিক করুন।
এবার আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা নির্বাচন করুন। তারপরে মোবাইল নাম্বার ভেরিফাই করুন। এখন NID Wallet অ্যাপ ইনস্টল করে ফেস ভেরিফিকেশন করুন।
এবার ভোটার আইডি কার্ডের স্ট্যাটাস চেক করুন। এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি সংগ্রহ করে নিতে পারবেন।
অনলাইনে ভোটার আইডি কার্ড যাচাই
ধাপ ১ঃ বাংলাদেশ নির্বাচন কমিশন সাইটে প্রবেশ
লাইনে ভোটার আইডি কার্ড যাচাই করার জন্য সর্বপ্রথম আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করতে https://services.nidw.gov.bd/ এই লিংকে ক্লিক করুন।
ধাপ ২ঃ ভোটার আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ প্রদান করুন
উক্ত ওয়েবসাইটে প্রবেশ করার পরে। উপরের ছবির মতন আপনার ফোনে/ল্যাপটপে একটি ফরম আসবে। এই ফরমগুলো আপনাকে পূরণ করতে হবে।
জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর এর ঘরে আপনার ১৭/১৩/১০ ডিজিটের ভোটার আইডি কার্ডের নাম্বার প্রদান করুন।
তারপরে জন্ম তারিখ এর ঘরে আপনার জন্ম তারিখ (দিন-মাস-সাল) অনুসারে লিখুন। এরপরে সঠিক ক্যাপচা কোড পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন।
ধাপ ৩ঃ বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা নির্বাচন করুন
ভোটার আইডি কার্ডের নাম্বার, জন্মতারিখ এবং ক্যাপচা কোড পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে।
এই পেজ থেকে আপনার বর্তমান ঠিকানা যেমন: বিভাগ, জেলা ও উপজেলা নির্বাচন করুন। একই রকম ভাবে আপনার স্থায়ী ঠিকানা যেমন: বিভাগ, জেলা ও উপজেলা নির্বাচন করে পরবর্তী বাটনে ক্লিক করুন।
ধাপ ৪ঃ অ্যকাউন্ট রেজিস্টার করুন
এ পর্যায়ে অ্যাকাউন্ট রেজিস্টার করতে আপনার ফোন নাম্বার যাচাই করতে হবে। এজন্য ওটিপি পাঠান অপশনে ক্লিক করুন। এখন বাংলাদেশ নির্বাচন কমিশন হতে আপনার ফোনে ৬ সংখ্যার কোড যাবে। যাচাই করুন ৬ সংখ্যার কোড দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন।
ধাপ ৫ঃ NID Wallet এপ্লিকেশনটি ইনস্টল করুন
এই পর্যায়ে আপনার ফোনে গুগল প্লে স্টোর থেকে আপনার মোবাইল-এ NID Wallet এপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। তারপরে লাল বাটন-এ ট্যাপ করে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করুন।
ফেস ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনার ছবি এবং নাম চলে আসবে। এখান থেকে চাইলে আপনি পাসওয়ার্ড সেট করতে পারেন আবার পাসওয়ার্ড সেট না করলে এড়িয়ে যান অপশনে ক্লিক করুন।
ধাপ ৬ঃ ভোটার আইডি কার্ডের স্ট্যাটাস চেক
এড়িয়ে যান অপশনে ক্লিক করার পর আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে। এখানে আপনার নাম, আপনার ঠিকানা, মোবাইল নাম্বার এবং অন্যান্য তথ্য দেখাবে। আপনার ভোটার আইডি কার্ডের আরো তথ্য জানতে বিস্তারিত প্রোফাইল অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ভোটার আইডি কার্ডের যাবতীয় তথ্য দেখতে পারবেন।
ধাপ ৭ঃ ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন
আপনি চাইলে এখান থেকে আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। এজন্য সরাসরি ডাউনলোড লেখার উপরে ক্লিক করুন। তাহলে আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন কপি PDF ফাইল ডাউনলোড হয়ে যাবে।
এভাবেই মূলত উপরোক্ত ৭টি ধাপ অনুসরণ করে আপনার ভোটার আইডি কার্ড যাচাই এবং ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম
বাংলাদেশে ভোটার আইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র বা NID) চেক করার জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এছাড়া এসএমএস এর মাধ্যমেও ভোটার আইডি কার্ডের তথ্য দেখা সম্ভব। নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো:
-
ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র চেক করতে সরাসরি
-
https://services.nidw.gov.bd/ ওয়েবসাইটে ভিজিট করুন।
-
আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর (NID নম্বর), জন্ম তারিখ এবং ক্যাপচা কোড পূরণ করুন।
-
আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করুন।
-
রেজিস্ট্রেশনের জন্য মোবাইল নম্বর ভেরিফাই করুন।
-
NID Wallet অ্যাপ ফেস ভেরিফিকেশন সম্পন্ন করুন।
এবার আপনার ভোটার তথ্য, ভোটার আইডি কার্ডের স্ট্যাটাস এবং ভোটার আইডি কার্ডের অনলাইন কপি সংগ্রহ করতে পারবেন।
nid card online check
বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা NID কার্ডের তথ্য যাচাই বা স্ট্যাটাস চেক করা খুব সহজ। এটি বাংলাদেশ নির্বাচন কমিশন (EC) এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে চেক করা যায়। নিচে ধাপে ধাপে দেওয়া হলো:
1. NID কার্ডের স্ট্যাটাস চেক করতে https://services.nidw.gov.bd/ লিংকে ক্লিক করুন।
2. আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর (NID Number) অথবা ফর্ম নম্বর (Form Number) এবং জন্ম তারিখ (Date of Birth) প্রদান করুন।
3. সঠিক ক্যাপচা পূরন করে পরবর্তী অপশনে ক্লিক করুন।
4. আপনার সঠিক বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা নির্বাচন করুন।
5. আপনার মোবাইল নাম্বার verify করুন।
6. NID Wallet অ্যাপ (Google Play থেকে ইনস্টল) ব্যবহার করে ফেস স্ক্যান করে আইডেনটিটি ভেরিফিকেশন করুন।
7. আইডেনটিটি ভেরিফিকেশন সম্পন্ন হলে অটোমেটিক নতুন একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনার nid card এর স্ট্যাটাস দেখা যাবে।
SMS এর মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক করুন
SMS এর মাধ্যমে ভোটার আইডি কার্ড সহজেই চেক করতে পারবেন। এজন্য প্রথমে........
-
আপনার মোবাইলের মেসেজ অপশনে যান।
-
এখন nid <স্পেস> NID কার্ডের নাম্বার <স্পেস> জন্ম তারিখ লিখুন।
-
মেসেজটি ১০৫ নম্বরে পাঠিয়ে দিন।
এবার ফিরতি এসএমএস-এ ভোটার আইডি কার্ডের স্ট্যাটাস, ভোটার আইডি কার্ডের নাম্বার এবং বিতরণের তথ্য পাবেন।
উদাহরণস্বরূপ: nid 12345678901234567 09-08-1988
বিশেষ দ্রষ্টব্যঃ আপনার যদি ১৩ ডিজিটের NID হয়, তাহলে শুরুতে জন্ম সাল যোগ করুন।
সাধারণ প্রশ্নের উত্তর (FAQ's)
স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করা যায়?
জ্বি, স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করা যায়। এজন্য আপনার দরকার শুধু স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ। স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ হলেই আপনি ভোটার আইডি কার্ড বের করতে পারবেন।
ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড চেক
ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করতে নির্বাচন কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। তারপর ভোটার নাম্বার, জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য প্রদান করে আইডি কার্ড চেক করুন।
কিভাবে স্মার্ট কার্ড চেক করব?
https://services.nidw.gov.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করে স্মার্ট কার্ডের নাম্বার, জন্মতারিখ, বর্তমান-স্থায়ী ঠিকানা, মোবাইল নাম্বার এবং অন্যান্য তথ্য প্রদান করুন।
অনলাইনে পুরাতন ভোটার আইডি কার্ড চেক করা যাবে?
জ্বি, অনলাইনে পুরাতন ভোটার আইডি কার্ড চেক করা যাবে। https://services.nidw.gov.bd/ এই লিংকে ক্লিক করে ভোটার আইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ ও অন্যান্য তথ্য প্রদান করে ভোটার আইডি কার্ড যাচাই করুন।
মোবাইল নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করা যায়?
শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে ভোটার আইডি বের করা যায় না। ভোটার আইডি বের করার জন্য অবশ্যই ভোটার আইডি নাম্বার, জন্ম তারিখ, বর্তমান-স্থায়ী ঠিকানা ও মোবাইল নাম্বার লাগবে।
NID card check করতে কোন ওয়েবসাইটে যাব?
NID card status check করতে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে ঠিকানা: services.nidw.gov.bd।
ভোটার আইডি কার্ড অনলাইন কপি সংগ্রহ করব কিভাবে?
ভোটার আইডি কার্ড অনলাইন কপি সংগ্রহ করতে https://services.nidw.gov.bd/ এই লিংকে ক্লিক করুন। তারপরে উপরে দেখানো ৭টি ধাপ অনুসরণ করে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি সংগ্রহ করুন।
ভোটার আইডি কার্ড চেক করতে কি কি লাগে?
ভোটার আইডি কার্ড চেক করতে শুরু ভোটার আইডি নাম্বার এবং জন্ম তারিখ লাগবে। এই দুটো তথ্য হলেও যেকোনো ব্যক্তির nid card check করা যাবে।
nid card check বাংলাদেশ করতে কি টাকা লাগে?
বাংলাদেশে অনলাইনে nid বা smart card status check করতে কোন টাকা লাগে না। তবে নিকটস্থ নির্বাচন কমিশন অফিস হতে এনআইডি কার্ড চেক করতে নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা লাগে।
আমাদের পরামর্শ
আশা করি, উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে আপনার ভোটার আইডি কার্ডের স্ট্যাটাস চেক করতে পেরেছেন। ভোটার আইডি কার্ডের তথ্য চেক করার পরে অবশ্যই ভোটার আইডি কার্ড ডাউনলোড করে নিবেন। তাহলে পরবর্তীতে আর ভোটার আইডি কার্ড চেক করতে হবে না।
এছাড়া nid কার্ডের স্ট্যাটাস চেক করতে কোন সমস্যা হলে অবশ্যই স্ক্রিনশট সহ কমেন্ট করে জানাবেন। আমাদের টিম আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
সাম্প্রতিক পোস্টসমূহ
স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম

স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম ও ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার নিয়ম আজকের পোস্টে উল্লেখ করা হবে। তাই যারা নিবন্ধন স্লিপ ..... ➠ Read more
📅 11 Oct 2025 | ✍️ Md Iqbal Hossen | 🏷️ NID Check | 💬 0 Comments